যোগাযোগ সংকটে নাজিরপুরে ২০ হাজার মানুষের ভোগান্তি

সেপ্টেম্বর ২০ ২০২৫, ১৮:৫৩

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ০৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গ্রামীণ সড়কে কালভার্ট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পরেছেন দেউলবাড়ী, বিলডুমুরিয়া,মনোহরপুর, সোনাপুর সহ মালিখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। গত দুই মাস পূর্বে কালভার্টটির মাঝবরাবর অনেকখানি জায়গা ভেঙে গেলেও এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ০৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী বাজারের পশ্চিম পাড় হতে একটি ইটের সলিংয়ের সড়ক রয়েছে। সড়কটির উত্তর অংশে হালদার বাড়ি সংলগ্ন প্রায় ১৫বছর আগে নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি।

এলাকাবাসী জানায়, ফসলি জমির পানি নিষ্কাশনের জন্য এই স্থানে কালভার্ট আকারের ছোট ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কালভার্টটি আর সংস্কার করা হয়নি। আগে সামান্য ভাঙা থাকলেও দুই মাস ধরে কালভার্টটির মাঝ বরাবর এক তৃতীয়াংশ ভেঙে গেছে।

গ্রামের মো.ইস্রাফিল ব্যাপারী জানান, বেশ কিছুদিন আগে কালভার্টের একটি সাইড ভেঙে পড়ে। এ সড়ক দিয়ে দেউলবাড়ী, বিলডুমুরিয়া,মনোহরপুর,সোনাপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এই সড়ক দিয়েই স্থানীয় কৃষকেরা ধানসহ ও বিভিন্ন কৃষিজ পণ্য বাজারে নিয়ে যান। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভাড়ায় চালিত প্রায় ৪০ টির মত মোটরসাইকেল জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। কালভার্টটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি। জনসাধারণের চলাচলে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপার দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল জানান, ব্রিজটি নতুন করে স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করি অচিরেই এলাকাবাসী সুসংবাদ পেয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও