আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

জুন ২৫ ২০২৫, ১৩:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকার একটি আবাসিক হোটেল থেকে শিক্ষানবিশ এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সেলিম জাহান (৪৩)।মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ৩টার দিকে “হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল” এর ৪১৪ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠান হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেলিম জাহানের বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার ছোট সুন্দীপ এলাকায়। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, সেলিম জাহান শরিয়তপুরে থাকতেন। সেখানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন। ২১ জুন গ্রাম থেকে ঢাকায় এসে ওই হোটেলের ৪১৪ নম্বর রুমে উঠেছিলেন। মঙ্গলবার রাতে খবর পেয়ে হোটেলের ওই রুমের দরজা ভেঙে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, পরিবার থেকে জানা গেছে, লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন সেলিম। চিকিৎসার জন্য প্রায়ই ঢাকায় আসতেন। গত ২১ জুনও চিকিৎসার জন্য ঢাকায় এসে ওই হোটেলে উঠেছিলেন। সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও