রাসুলুল্লাহ (সা.)-এর নামে কী কোরবানি করা যায়?
মে ২৪ ২০২৫, ১৮:১৪
ইসলামে কোরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলিম নর-নারীর ওপর ওয়াজিব। এটি আল্লাহতায়ালার নৈকট্য লাভের এবং তাঁর শুকরিয়া আদায়ের একটি বিশেষ উপায়। আমরা জানি, কোরবানি মূলত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করে পালিত হয়। তবে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি উম্মতের যে অগাধ ভালোবাসা ও ভক্তি, তার একটি সুন্দর বহিঃপ্রকাশ হলো তাঁর পক্ষ থেকে কোরবানি করা।
হাদিস শরীফে এর সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) নিজেই হজরত আলী (রা.)-কে তাঁর পক্ষ থেকে কোরবানি করার অসিয়ত করেছিলেন। এই অসিয়তের কারণেই হজরত আলী (রা.) প্রতি বছর রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে একটি কোরবানি দিতেন। এ প্রসঙ্গে আবু দাউদ (২/২৯), তিরমিজি (১/২৭৫), ইলাউস সুনান (১৭/২৬৮) এবং মিশকাত (৩/৩০৯) শরীফে বর্ণিত হয়েছে। এটি প্রমাণ করে যে, রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করা কেবল জায়েজই নয়, বরং এটি একটি সুন্নাতও বটে।
কোরবানি এমন একটি ইবাদত, যা আল্লাহতায়ালার দরবারে অত্যন্ত প্রিয়। রাসুলুল্লাহ (সা.) আমাদের জন্য দ্বীন ও ইসলামের পূর্ণাঙ্গ রূপ নিয়ে এসেছেন। তিনি আমাদের পথপ্রদর্শক, শাফায়াতকারী এবং সবচেয়ে প্রিয় সত্তা। তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের বহু উপায় রয়েছে, যার মধ্যে একটি হলো তাঁর পক্ষ থেকে কোরবানি করা। এর মাধ্যমে আমরা একদিকে যেমন রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি, তেমনি অন্যদিকে তাঁর জন্য সওয়াবের একটি রাস্তা উন্মুক্ত করি। যদিও রাসুলুল্লাহ (সা.)-এর জন্য সওয়াবের প্রয়োজন নেই। কারণ তিনি জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় আসীন হবেন, তবুও এটি উম্মতের পক্ষ থেকে তাঁর প্রতি এক ধরনের সম্মান ও কৃতজ্ঞতা।
রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করার মাধ্যমে কোরবানিদাতা নিজেও অশেষ সওয়াব ও বরকত লাভ করে। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এই ধরনের কোরবানি সাধারণ কোরবানির চেয়ে বেশি সওয়াব বহন করে। কারণ, এতে ইবাদতের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তাঁর অসিয়ত পালনের বিশেষ নিয়াতও যুক্ত হয়। ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) এবং অন্যান্য ইসলামিক স্কলাররা এই আমলকে অত্যন্ত উৎসাহিত করেছেন।
এছাড়াও, কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ এবং সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) যেহেতু এই উম্মতের রুহানি পিতা, সেহেতু তাঁর পক্ষ থেকে কোরবানি করা অত্যন্ত যুক্তিযুক্ত। এর মাধ্যমে আমরা তাঁর প্রতি আমাদের দায়বদ্ধতা এবং অকৃত্রিম প্রেম প্রমাণ করি।









































