আ.লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে

নভেম্বর ২৫ ২০২২, ১১:২১

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগে সম্মেলনের যাত্রা শুরু হচ্ছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু স্বাচিপের নয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মাঠে।

প্রায় সাত বছর পর স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এম এ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আজকের সম্মেলন ঘিরে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শীর্ষ পদে স্থান পেতে চিকিৎসকদের অনেকেই নিয়মিত আ.লীগের প্রভাবশালী রাজনীতিবিদ ও দলীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

স্বাচিপের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের আরেক সহযোগী সংগঠন মহিলা লীগের সম্মেলন আগামীকাল ২৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। প্রায় ২০ হাজার মহিলা নেত্রী সম্মেলনে অংশ নেবেন সারা দেশ থেকে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৮ ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার সম্মেলন ২ ডিসেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন আগামী ৩ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর।

আর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা বিবেচনায় নিয়ে জাঁকজমক আয়োজনের পরিবর্তে সাদামাটাভাবে সম্মেলন করবে ক্ষমতাসীন দলটি। এছাড়া প্রতিবার দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই শেষ হবে সম্মেলন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও