বরিশাল মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ডিসেম্বর ০৪ ২০২৪, ২২:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহ্বায়ক কমিটি৷

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়৷ সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের এই কমিটিতে বরিশাল সদরের শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক, মেহেন্দীগঞ্জ উপজেলার মো. শাহাদাতকে সদস্যসচিব, বরিশাল সদরের মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও পটুয়াখালীর ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে৷ কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৩ জনকে সংগঠক করা হয়েছে। এসব পদ ছাড়াও কমিটিতে ৬৪ জনকে সদস্য করা হয়েছে৷

এর আগে দেশের দুটি মহানগর ও ১৪টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ মহানগর দুটি হলো কুমিল্লা ও রংপুর মহানগর৷ আর জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর ও কুড়িগ্রাম৷ প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও