আবারও কটাক্ষের শিকার এনা
জানুয়ারি ১৪ ২০২৪, ১৯:১৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কলকাতার পরিচিত মুখ এনা সাহা। যদিও তাকে খুব বেশি দেখা যাচ্ছে না। কারণ নিজের চেহারার জন্য নেটিজেনদের কাছে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল এই অভিনেত্রীকে। দুই বছর আগে ঘটা করে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছিলেন এনা। একটি ছবিও প্রযোজনা করেছিলেন অভিনেত্রী। কিন্তু গত এক বছর অভিনয় কিংবা প্রযোজনাতে তাকে দেখা যাচ্ছে না।
অনেকদিন পর ইনস্টাগ্রামে দেখা গেল অভিনেত্রীকে। নতুন বছরে জোরকদমে জিম করছেন তিনি। অভিনেত্রীকে জিম করতে দেখে আবারও নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। এক জনের মন্তব্য, “আপনি যতই জিম করুন, রোগা হওয়া খুবই মুশকিল।”
আবার এক জনের মন্তব্য, “এত কসরত করছেন, তবু কাজ পাবেন না!” আবার কেউ কেউ তার জিমের একটি বিস্তারিত ভিডিও দেখতে চেয়েছেন। যদিও কাউকে কোনও উত্তর দেননি এনা। শোনা যাচ্ছে, চলতি বছরে বেশ কিছু ছবি তৈরি হবে তার প্রযোজনা সংস্থা থেকে। অনেক পরিচালকদের সঙ্গেই কথা বলছেন তিনি। তবে এখনও পর্যন্ত কোনও চিত্রনাট্যই চূড়ান্ত হয়নি।









































