নলছিটিতে ইউনিয়ন ভূমি সহায়কের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
নভেম্বর ১৪ ২০২২, ২০:১৬
smart
নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ শাহ জালালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
ইউনিয়ন ভূমি সহকারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ একই ইউনিয়নের মোঃ মিজানুর রহমানসহ অনেকের। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমির খারিজসহ ভূমি সংক্রান্ত যেকোনো কাজের জন্য তার কাছে গেলে তিনি উৎকোচ দাবি করেন। তার দাবীকৃত টাকা না পেলে সেবা প্রত্যাশিদের সাথে খারাপ আচরণ ও হয়রানির অভিযোগ পাওয়া রয়েছে।
অফিস সহায়ক মোঃ শাহ জালালের বিরুদ্ধে এছাড়াও বিস্তার অভিযোগ রয়েছে।তিনি যথাসময়ে অফিস করেন না। নির্ধারিত অফিস সময়ের আগেই অফিস ত্যাগ করেন। অফিসের গোপন নথিপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র মোটা অংকের টাকার বিনিময়ে হস্তান্তর করে থাকেন।সেবা প্রত্যাশিদের সাথে খারাপ আচরণ ও কাগজ পেতে বিলম্ব করার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে কুশঙ্গল ইউনিয়নের একজন কলেজ শিক্ষক ও সাংবাদিক তার ব্যাক্তিগত জমিজমা সংক্রান্ত কাজে গেলে তার নিকট টাকা দাবি করেন। তিনি সরকারি সেবা পেতে কিসের টাকা লাগে জানতে চাইল তার সাথে উচ্চ স্বরে অসৌজন্যমূলক আচরণ করেন।
এবিষয়ে অফিস সহায়ক মোঃ শাহ জালালের কাছে জানতে চাইলে তিনি বলেন,টাকা আমিও নেই, আমার স্যারও নেয়। আপনাদের কিছু করার থাকলে করেন।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমার নিজ পৈত্রিক সম্পত্তির বি,এস পর্চার হাতকপি নিতে যাই। সেখানে গিয়ে তফসিলদারকে না পেয়ে তার কাছে কাগজ তোলার বিষয়ে বললে তিনি ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এ ব্যাপারে কুশঙ্গল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে জানালে তিনি বলেন, আমার অফিসে সরকারি সেবা নিতে কোন টাকা পয়সা লাগেনা।যদি কেউ চেয়ে থাকে এটা তার ব্যাক্তিগত বিষয়। আমার অফিস সহায়ক একটু বদ মেজাজি।









































