তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা

জুন ১৯ ২০২৩, ২০:১০

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা সোমবার বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট নাগরিক হতে হবে।

সময় উপযোগী ও দ্রুত প্রচার কৌশল জানতে হবে। তাৎক্ষণিকভাবে ইতিবাচক তথ্য প্রচার করাই হলো স্মার্টনেস। মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তরিকুল ইসলাম। সভায় গণমাধ্যমকর্মী, টিটিসি’র শিক্ষক ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও