স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মার্চ ২০ ২০২৩, ১১:১২

অনলাইন ডেস্ক :: বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আনিছার উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলুবোঝাই অটোভ্যান নিয়ে মাটিডালির দিকে যাওয়ার উদ্দেশে জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন আনিছার। এ সময় সাতমাথা থেকে আসা একটি স্কুলবাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও জনতা স্কুলবাসটি জব্দ করে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও