শিক্ষা সফরের বাস-লরি সংঘর্ষে শিক্ষকসহ আহত ২৫

ফেব্রুয়ারি ০৩ ২০২৩, ১৭:১১

অনলাইন ডেস্ক :: নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লরির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে চট্টগ্ৰামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বাসটি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলো।

আহতরা হলেন- নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), তানভির (২০), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামিম (২৪), মোবারক (৪০), পিলু (২৫), সম্পা (২৫), আবু কাউছার (২৫), মো. রাজু (২৪), আনোয়ার (২৫), রাসেল (২৪), রানা (২৫), সিরাজ (২৬), রনি (২৩), হাসান (২৫) হৃদয় (২৪), মামুন (২৫), সজিব (২৫), জাকির (২৪) ও আনোয়ার (২৫)।

শিক্ষা সফরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসের নেতৃত্বে ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাজী মো. ইউসুব আলী, সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও প্রভাষক মো. তিতাস মিয়া। যোগাযোগ করতে চাইলে এ তিনজন শিক্ষকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সফরের যাত্রী নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাকির বলেন, কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলাম। পথে ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই আহত হয়েছে। সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ২৫ জনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে ২৫ জনকে সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী মো. মোবারক হোসেন জানান, ভাড়া করা ময়মনসিংহের সৌখিন বাসটি বূস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ সফর শেষে আগামী (৫ ফেব্রুয়ারি) রবিবার নেত্রকোনায় ফিরে আসার কথা রয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও