মেট্রোরেলে কোনো ভিড় নেই

জানুয়ারি ২৫ ২০২৩, ১০:২৫

অনলাইন ডেস্ক :: রাজধানীর পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালু হওয়ার পর এবার পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে ৩০ সেকেন্ড পরেই আগারগাঁওয়ে চলে যায়।

এদিন দেখা যায়, সকাল ৮টার আগেই স্টেশনের তিনটি দরজা খুলে দেয়া হয় এবং যাত্রীরা স্টেশনে প্রবেশ করেন।

স্টেশন কন্ট্রোলার মাসুদ রানা জুয়েল বলেন, উত্তরা স্টেশন থেকে সকাল ৮টা ৩৪ মিনিটে আমাদের স্টেশনে এসে ৩০ সেকেন্ড দাঁড়িয়ে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে যাত্রা করেছে।

সরেজমিনে পল্লবী স্টেশনে দেখা যায়, এখানে কোনো ভিড় নেই। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সরকারি দলের অঙ্গ সংগঠনের (ছাত্রলীগের) কর্মীরা স্টেশনে আসা যাত্রীদের গোলাপ ফুল, চকলেট ও তাদের নেতার নামের লিফলেট দিয়ে শুভেচ্ছা জানান।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও