হাজী সেলিম মুক্তি পাচ্ছেন

জানুয়ারি ১৭ ২০২৩, ১৪:১৫

অনলাইন ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. সেলিম।

তিনি জানান, আজকে বেলা ১২টার কিছু পরে ওনার জামিনের কাগজ হাতে পেয়েছি। সে কাগজ নিয়ে হাসপাতালে যাচ্ছি। সেখানে গিয়েই তাকে মুক্ত করে দেওয়া হবে এবং ওনার পাহারায় থাকা কারা রক্ষীদের উঠিয়ে নেওয়া হবে।
এদিকে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রেজাউর রহমান জানান, হাজী সেলিম কেবিন ব্লকের ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জামিনে মুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি।

এর আগে বিদায়ী বছরের ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ হাজী সেলিমের জামিনের আদেশ দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে তাকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও