সুন্দরবন রক্ষায় মিঠা পানির উৎস ধরে রাখতে হবে : মিজানুর রহমান

জানুয়ারি ১৬ ২০২৩, ১১:৩২

অনলাইন ডেস্ক :: পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেছেন, সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং কৃষিকাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে গড়াই নদীতে ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ায় গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

কুষ্টিয়ায় শহরের জুগিয়া এলাকায় তীর সংরক্ষণ কার্যক্রমের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, খুলনা ড্রেজার বিভাগের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী আব্দুল ওয়াহাব, ফরিদপুর পাউবো পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাজাহান সিরাজসহ কুষ্টিয়া পাউবো ও ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগের কর্মকর্তারা। পরে গড়াই অফটেক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও উদ্বোধন করেন তিনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও