বরিশালে ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম ইমরান গ্রেফতার

জানুয়ারি ১৪ ২০২৩, ১৫:০০

অনলাইন ডেস্ক :: বরিশাল নগর থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, শুক্রবার রাত ১টার দিকে নগরীর কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামি ইমরান। মামলার আসামি হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছে।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, তিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক। তাই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান। তাকে শুক্রবার রাতে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও