বরিশালে গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল
জানুয়ারি ১৪ ২০২৩, ১৪:০০
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদী দু: শাষন উচ্ছেদ, গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা সহ বিদ্যুৎ-গ্যাসের মুল্য বৃদ্ধি করার পায়তারা বন্ধ এবং নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা।
আজ শনিবার সকাল ১১টায় নগরীর বীর শ্রেষ্ট ক্যাপটেন মহ্বিুদ্দিন জাহাঙ্গীর সড়কে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাসদের জেলা কমিটি সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, কমরেড সাইদুল ইসলাম,কমরেড জাফর আহমেদ তালুকদার প্রমুখ।
এসময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির আহবানে সপ্তাহব্যাপি ৮ দফা দাবী আদায়ের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার থেকে ১৮ই জানুয়ারী বরিশালে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষনা করেন।









































