বন্যহাতির আক্রমণে যুবক গুরুতর আহত

জানুয়ারি ০৯ ২০২৩, ১১:৪০

অনলাইন ডেস্ক :: রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কের রাঙামাটি সদর উপজেলার জীবতলী কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে আদর কুমার চাকমা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা আদর কুমার চাকমার ভাগিনা নিপন চাকমা বলেন, কামিলাছড়িতে বসবাসরত আমার মামার বাড়িতে বন্যহাতি আক্রমণ করেছে খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যায়। এসময় আমার মামা একাই হাতিদের তাড়াতে এগিয়ে গেলে একপর্যায়ে বন্যহাতির কবলে পড়ে তিনি আহত হন।

ঘটনার পর আহত আদর কুমার চাকমাকে উদ্ধার করে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব শর্মা জানান, বন্যহাতির আক্রমণে আদর কুমার চাকমার বাম হাতে গুরুতর জখম হয়েছে। তার চিকিৎসা চলছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও