আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার

জানুয়ারি ০৬ ২০২৩, ০৯:২০

অনলাইন ডেস্ক :: রাঙামাটিতে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে ৬টি পরিবার। পরিবারগুলো হচ্ছে- দেবু দাশ, শিবু দাশ, জুয়েল দাশ, সঞ্চয় দাশ, সুদীপ দাশ ও মাধপ চৌধুরীর পরিবার। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলার রিজার্ভ মূখ গঙ্গা মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে লাকরির চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। যার কারণে বাসা থেকে কোনো কিছু বের কর করতে পারেননি তারা। শুধুমাত্র পরিবারগুলোর সদস্যরা কোনো রকমে বের হয়ে আসেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ- সহকারি পরিচালক দিদারুল আলম জানান, আগুনে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

তিনি জানান, রাতে খাবার ও রাত্রি যাপনের জন্য প্রতি পরিবারকে ১ হাজার টাকা ও তিনটি করে কম্বল দেওয়া হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও