মেসিকে হলুদ কার্ড দেওয়া রেফারিকে ‘লাল কার্ড’
ডিসেম্বর ১৩ ২০২২, ১৪:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতার বিশ্বকাপের বিতর্কিত রেফারি আন্তোনিও মাতেও লাহোজকে বিদায় করে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। হলুদ কার্ড দেওয়াকে প্রায় প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে গেছিলেন রেফারি লাহোজ।
সেদিন আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে মনে হয় কেবল দর্শকেরাই হলুদ কার্ড পেতে বাকি ছিলেন। সুযোগ থাকলে সেটিও হয়তো দেখাতেন লাহোজ।
তবে সমালোচিত এই রেফারিকে এবার স্বয়ং ফিফা ‘লাল কার্ড’ দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, কাতার বিশ্বকাপে স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না।
তাতে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে এই রেফারি ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন।এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড।
কার্ড পেয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারীও। এদিন হলুদ কার্ড দেখেছিলেন মেসিও। নেদারল্যান্ডস দেখেছিল ৮টি হলুদ কার্ড।
এর মধ্যে শেষ মুহূর্তে দেনজেল দামফ্রিজ দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। খেলা শেষে এতে চটে গিয়েছিলেন তারকা লিওনেল মেসিও। সংবাদমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন।
মেসি বলেছিলেন, ‘ফিফার উচিত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দক্ষ রেফারি রাখা। এ ধরনের রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক না।’ মেসির এমন বক্তব্যের পরেই ফিফা সিদ্ধান্ত নিয়েছে, কাতার বিশ্বকাপের আর কোনো ম্যাচ তিনি পরিচালনা করবেন না।
এদিকে আগামী ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী অরসাতো। এর ফলে স্বস্তি ফিরে এসেছে আর্জেন্টিনা শিবিরে
।
আ/ মাহাদী









































