ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বরিশাল মেরিন একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর

নভেম্বর ০৯ ২০২৫, ১৮:৩৫

আরিফ হোসেন ॥ বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল থেকে প্রশিক্ষনপ্রাপ্ত ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্লুওয়েভ শিপিং প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রোববার (০৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের অডিটরিয়ামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জানা যায়, ব্লুওয়েভ শিপিং প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর বিশ্ব বানিজ্যিক নৌ বহরে একটি আন্তর্জাতিক মানের জাহাজ ম্যানিং কোম্পানি। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বিভিন্ন কোম্পানির অত্যাধুনিক বানিজ্যিক জাহাজে সুনামের সাথে ম্যানিং এজেন্সির কার্যক্রম পরিচালনা করে আসছে। রোববার কোম্পানিটির একটি প্রতিনিধি দল বরিশাল মেরিন একাডেমিতে আসেন। সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটির জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) খন্দকার রাব্বি ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের পক্ষে এডজুটেন্ট লেঃ কমান্ডার এম আনিসুর রহমান সিদ্দিকী, (জি) বিএন, এর একটি সমঝোতা স্মারক স্বক্ষরিত হয়। এর ফলে মেরিন একাডেমির বরিশালের ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহযোগীতার সম্পর্ক তৈরী হবে।

বরিশাল মেরিন একাডেমি থেকে এ পর্যন্ত ১৬৫ জন ক্যাডেট প্রশিক্ষনপ্রাপ্ত হয়েছেন।

এর মধ্যে ১৩৬ জন সমুদ্রগামী বানিজ্যিক জাহাজে চাকরিতে যোগদান করেছেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাকি ক্যাডেটদের বানিজ্যিক জাগাজে যোগদান সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, (জি), এনইউপি, পিএসসি, বিএনসহ অন্যান্য প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও