বরগুনায় ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
জুলাই ১৩ ২০২৫, ১৯:৫১
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হিমাদ্রি কুন্ডু (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। হিমাদ্রি নওগাঁ জেলার সদর উপজেলা পার নওগাঁ স্যান্ডেল মোড় এলাকার অভিজিৎ কুন্ডের ছেলে। সে আমতলীতে শামস নামের একটি প্লাস্টিক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।
পুলিশ জানায়, নিহত অভিজিৎ আমতলী থেকে রোববার (১৩ জুলাই) দুপুর ১টার সময় অফিসিয়াল কাজের জন্য মহিষকাটা যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ সময় অভিজিৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপরে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন অভিজিৎকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি – তদন্ত) মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার স্বজনরা এলে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।








































