বরিশালে সরকারি খাল দখল; অবৈধ স্থাপনা উচ্ছেদ

মে ১৮ ২০২৫, ২০:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার ধানডোবা এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলেন ধানডোবা এলাকার মৃত রহমান হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার। স্থানীয়দের কাছে খবর পেয়ে সরেজমিনে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অপরদিকে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ গয়নাঘাটা পুরনো ব্রিজ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের ২৪ ঘন্টার মধ্যে ব্রিজের ওপর থেকে তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি (রাজিব হোসেন) উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও