রাতের আঁধারে আর কোন নির্বাচন হবে না : এম এ এইচ সেলিম
নভেম্বর ২৭ ২০২৪, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেছেন, এখন আর রাতের আঁধারে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
কাজেই জনগণের কাছ থেকেই ম্যান্ডেট নিতে হবে। আগামী নির্বাচনে অনেক বেশি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সুতরাং ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত হতে হবে। দীর্ঘ ১৮ বছর পর মঙ্গলবার বিকালে ঐতিহাসিক খান জাহান আলি দরগা মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির উদ্দেশ্যে এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাট বিএনপি এখন ৫/৬ দলে বিভক্ত হয়ে জগা খিচুড়িতে পরিণত হয়েছে। কেউ কেউ দোকান খুলে বসেছে। তাদের সঙ্গে আর নেতা-কর্মীরা থাকতে চায় না। দলের অসংখ্য নেতাকর্মী বহিষ্কারের ভয় উপেক্ষা করে এই জনসভায় উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, দল যদি আমাকে আবার মনোনীত করে, আমি যদি এমপি নির্বাচিত হই, বাগেরহাটের কল্যাণে আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট হাকিমপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মাবুদ।
এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, প্রফেসর মোজাফফর হোসেন, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাবেক জেলা ছাত্রদল নেতা গোলাম মহিউদ্দিন জিলানী, মহিলা দলের নেত্রী মলি জাহিদ প্রমুখ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬ শহিদের পরিবারকে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন।









































