সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
আগস্ট ২১ ২০২৪, ১৬:১২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসা ফিরবেন বলে জানান তিনি।
তিনি বলেন, চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সন্ধ্যার দিকে বাসায় ফিরতে পারেন। গত ৮ জুলাই হঠাৎ অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।









































