‍গলাচিপায় মূর্তি ভাঙতে এসে জনতার হাতে আটক

আগস্ট ১৫ ২০২৪, ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গলাচিপার উলানিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হামলা চালানোর উদ্দেশ্যে আসা বাহাদুর মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পিছন দিক দিয়ে তাকে আটক করে পাহারাদাররা। ওই রাতেই গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা তাদের হাতে তুলে দেন। জানা গেছে, বাহাদুর উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোতলেব মৃধার ছেলে।

উলানিয়া বন্দরের স্থানীয় কামরুল ইসলাম, নাঈম ইসলাম, সুমন-সহ অনেকে জানান, ‘এক চেয়ারম্যানের নির্দেশে বাহাদুর মূর্তি ভাঙচুরের উদ্দেশ্যে আসছিল। মূর্তিতে হামলার আগেই তাকে দা-সহ আটক করা হয়। বাহাদুরের বাড়ি থেকে উলানিয়া বন্দরের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলম খান জানান, বাহাদুরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও