নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পলক, টুকু ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার
আগস্ট ১৫ ২০২৪, ১১:৩৪
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেপ্তার করা হয়েছে।









































