কলাপাড়ায় অবৈধ স্থাপনা ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত

জুলাই ১১ ২০২৪, ১২:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর বাজারে অবৈধভাবে নির্মিত বহুতল স্থায়ী স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ স্থাপনা ভেঙে ফেলা হয়।

মহিপুর বাজারের ব্যবসায়ীরা বলছেন, তাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আমাদের যদি একদিন সময় দেওয়া হতো তাহলে অন্তত মালামালগুলো সরিয়ে নিতে পারতাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকার এক বছরের জন্য বরাদ্দ দিয়েছিল এই জমি।

শর্ত ছিল প্রতিবছর নবায়ন করতে হবে ও সেখানে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, ইতোমধ্যে পাঁচ থেকে সাতটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও