মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তার মৃত্যু

জুলাই ০৭ ২০২৪, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে স্ট্রোক করে মো. জাকির হোসেন মোল্লা নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আজ শনিবার রাত ৯টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন মোল্লা (৪৮) কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার বড় বাশাইল গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘জাকির হোসেন কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। আজ শনিবার রাত ৮টার দিকে অফিসে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে তাঁকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও