সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ
জুন ২৬ ২০২৪, ১৭:৩২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে নিরাপত্তা বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন মৎস্য নৌযানের জেলে ও মাঝিরা অংশ নেন।
এ কর্মশালার আয়োজন করে ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটি। বুধবার দুপুুরে মৎস্য বন্দর আলিপ্ররের বিএফডিসি হল রুমে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ওইসব সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
এ সময় আলিপুর মৎস্য বন্দরের বিএফডিসির ম্যনেজার মো.শাকিল, টিএমএসএসের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো.শহিদুল ইসলাম, আলীপুর মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সাধারণত সম্পাদক মো.বাচ্চু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে ওইসব সমুদ্রগমী জেলেদের প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোফিশ-২ এর সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান, টিএমএসএসের ফিল্ড ফ্যাসিলিটেটর আবুল বাশার ও কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। ইকোফিশ-২এর সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, সমুদ্রগামী এসব জেলেদের প্রশিক্ষন শেষে জীবনের নিরাপত্তায় লক্ষ্যে লাইফ জ্যাকেট বিতরণ হয়েছে।









































