সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

জুন ২৬ ২০২৪, ১৭:৩২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে নিরাপত্তা বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন মৎস্য নৌযানের জেলে ও মাঝিরা অংশ নেন।

এ কর্মশালার আয়োজন করে ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটি। বুধবার দুপুুরে মৎস্য বন্দর আলিপ্ররের বিএফডিসি হল রুমে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ওইসব সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

এ সময় আলিপুর মৎস্য বন্দরের বিএফডিসির ম্যনেজার মো.শাকিল, টিএমএসএসের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো.শহিদুল ইসলাম, আলীপুর মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সাধারণত সম্পাদক মো.বাচ্চু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ওইসব সমুদ্রগমী জেলেদের প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোফিশ-২ এর সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান, টিএমএসএসের ফিল্ড ফ্যাসিলিটেটর আবুল বাশার ও কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। ইকোফিশ-২এর সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, সমুদ্রগামী এসব জেলেদের প্রশিক্ষন শেষে জীবনের নিরাপত্তায় লক্ষ্যে লাইফ জ্যাকেট বিতরণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও