কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
জুন ১৪ ২০২৪, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটায় দুই দিনে ভেসে এসেছে জীবিত ও মৃত ২ ডলফিন। শুক্রবার (১৪ জুন) সকালে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ১০ ফুট লম্বা বোতল নোজ প্রজাতির একটি মৃত ডলফিন দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। ডলফিনটি দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
খবর পেয়ে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ৫ ফুট লম্বা বোতল নোজ প্রজাতির একটি জীবিত ডলফিন ভেসে আসে। এসময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
খবর শুনে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। সন্ধ্যার আগে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটি অবমুক্ত করেন। ধারণা করা হচ্ছে, পথভ্রষ্ট হয়ে ডলফিনটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পরে। এর আগে কখনো দক্ষিণাঞ্চলে জীবিত ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।









































