পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জুন ১২ ২০২৪, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। এ বছর একটি বেসরকারি কলেজ থেকে মোহনা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

নিহত মোহনার বান্ধবী চাঁদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পড়ে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এসময় দ্রুত তারা ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহনাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন জানান, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও