কলাপাড়ায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

মে ৩০ ২০২৪, ১৭:১৫

নিজস্ব প্রতিবেদ, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার আলীপুর বাজারের থ্রি পয়েন্ট এলাকার বিসমিল্লাহ রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পুনম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালেরকাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে। তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কুয়াকাটা সাব জোনাল অফিসের বিদ্যুৎ বিতরণ বিভাগে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের কারণে উপকূলের অধিকাংশ এলাকার বিদ্যুতের খুঁটি ও তারের ক্ষয়ক্ষতি হয়।

সন্ধ্যার পরে কুয়াকাটার আলিপুর থ্রি পয়েন্ট এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বডি বেল্ট লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন লিটন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কুয়াকাটা সাব জোনাল অফিসের এজিএম মোতাহার হোসেন বলেন, দুর্ঘটনাকালীন মুহূর্তে ওই খুঁটি ও লাইনের বিদ্যুৎবিচ্ছিন্ন করা ছিল। খুঁটির সঙ্গে কোমরের বেল্ট বাঁধার সময় সাবধানতা অবলম্বন না করায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পুনম বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারীকে আনলে আমরা চিকিৎসা শুরু করি। তবে তার মেরুদণ্ড, মাথা ও বুকে অনেক আঘাত ছিল। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ হতে না হতেই তিনি মারা যান। এ বিষয় কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারীর মৃত্যুর ঘটনা আমরা এরই মধ্যে শুনেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও