কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ৩০ ২০২৪, ১৩:০৫

নিজস্ব প্রতিবেদ, বরিশাল: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সোয়া ১২টার দিকে তিনি কলাপাড়ায় পৌঁছে পায়রা বন্দরসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সভাস্থল মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আসেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কলেজ মাঠ। সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে সভা-সমাবেশে যোগ দেওয়া শুরু করে। সকাল ১০ টার মধ্যে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থলটি। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২হাজার লোকদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ, গত ২৬ মে রাত থেকে ২৭ মে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলার মত উপকূলীয় অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে কয়েক হাজার বসত বাড়ি। কৃষি ও মৎস্য খাতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও