বাউফলের তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকা প্লাবিত
মে ২৬ ২০২৪, ১৬:৫৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয়েছে। ইতোমধ্যে ডুবে গেছে তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ধীরে ধীরে পানির পরিমাণ ও বাতাস বাড়ছে।
এতে বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এই উপজেলার মানুষের মধ্যে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হলেও মানুষ এখনো যাওয়া শুরু করেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সতর্কতামূলক প্রচার বা ব্যবস্থা মানুষের নজরে আসেনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।









































