পটুয়াখালী/ লাউকাঠী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মে ১৫ ২০২৪, ১৭:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী লাউকাঠী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। বুধবার (১৫ মে) সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল রহমানের নেতৃত্ব এ অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনে নদীর উত্তর পাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড অপসারণ করা হয়েছে। এছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পাড়ে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়। অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামুনুর রশীদ জানান, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা মালিকদের স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার মৌখিক এবং লিখিতভাবে জানানো হলেও তারা স্থাপনা অপসারণ করেননি। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে৷ আগামী কয়েকদিন এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও