আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে দুমকিতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

মে ১২ ২০২৪, ১৭:৩১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারকে শোকজ নোটিস দিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সহকারি রিটার্নিং অফিসার মো: শাহীন মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতীক বরাদ্দের পূর্বে সভা-সমাবেশ, শোডাউনসহ সরব নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ হলেও তিনি তা না মেনে লাগাতার মোটরসাইকেল, অটোবাইক শো-ডাউন, সভা-সমাবেশ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করে চলছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষায় তাকে প্রাথমিকভাবে সতর্কীকরণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থীতা বাতিলসহ পরবর্তি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি। আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৩ ই মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, ২৯ মে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও