দশমিনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৮ ২০২৪, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় মো. মনিরুজ্জামান নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসা. হাসনা হেনা নামে এক নারী। আজ রোববার ওই গৃহবধূ উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হাসনা হেনা সংবাদ সম্মেলনে দাবি করেন, গত বছরের ৬ মে তাঁকে তাঁদের এক প্রতিবেশী মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ১০ মে ওই প্রতিবেশীকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে পটু্য়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান দশমিনা থানার এসআই মো. মনিরুজ্জামান।

হাসনা হেনার দাবি, দশমিনা থানার এসআই মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে, এসআই মনিরুজ্জামান তাঁর (হাসনা হেনা) ঘটনা মিথ্যা বলে গত ৩১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি ওই এসআইয়ের বিচার দাবি করেন।

অভিযোগে বিষয় এসআই মনিরুজ্জামান বলেন, ‘টাকা দাবির অভিযোগ সত্য নয়। তারা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। আমি ঘুষ নিতে রাজি হইনি। মামলার বিষয় কোনো মিথ্যা প্রতিবেদন দিইনি। যেটা সত্য পেয়েছি, সেটাই দিয়েছি। তারা চাইলে আমার প্রতিবেদনের বিষয়ে নারাজি দিতে পারে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও