পটুয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
জানুয়ারি ৩০ ২০২৪, ২০:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের সদর রোডের হোটেল আল কায়ছার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণের প্রস্তুতি নিলে পুলিশের বাধার মুখে পড়ে বলে অভিযোগ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায় বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হন বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এর আগে কাকডাকা ভোরে একই দাবিতে মিছিল করেন জেলা জামায়াত-শিশিবের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান জানান, মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার নেতৃত্বে একটি কালো পাতাকা মিছিল বের করেন তারা। ওই মিছিলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে পুনরায় সুষ্ঠু নির্বাচন এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
শান্তিপূর্ণ ওই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ চালায় পুলিশ। লাঠিচার্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা বেল্লাল হোসেন, ভিপি সফিকুল ইসলাম শাহিন, মৎস্য দল নেতা শাহআলম তালুকদার ও মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার পাখিসহ অন্তত ১৫ জন আহত হন।
সদর থানার ওসি মো. জসীম বলেন, কতিপয় লোকজন একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরে যেতে অনুরোধ করলে তারা আপত্তি করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।









































