কলাপাড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জানুয়ারি ২৭ ২০২৪, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে ঘন কুয়াশার দাপট কিছুটা কমলেও শীতের তীব্রতা ফের বেড়েছে। মৃদু হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় কলাপাড়া উপজেলায় মৌসুমের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। কলাপাড়ার মোটরসাইকেল চালক ইয়াকুব মিয়া বলেন, কুয়াশার দাপট কিছুটা কমলেও আজ শীত অনেক বেশি। সকাল থেকে মোটরসাইকেল চালানো বন্ধ রেখেছি।

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, শীতের কারণে সকাল থেকে বাজারে মানুষের আনাগোনা কম। তীব্র শীতে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মাসজুড়ে শীত অব্যাহত থাকতে পারে। আগামী ৩০ জানুয়ারির পরে উপকূলে বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও