পটুয়াখালীতে ৫’শ পিস ইয়াবাসহ আটক ১

জানুয়ারি ২২ ২০২৪, ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ। সোমবার (২২ জানুয়ারি) সকালে গলাচিপা থানাধীন গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিজান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে ৷

আটককৃত মো. মিলন হাওলাদার (৩৭) গলাচিপা উপজেলার রতনদী ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদার এর ছেলে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন, ‘আমাদের জেলা পুলিশ এর একটি চৌকস টিম সকাল সাড়ে ৭ টার দিকে হরিদেবপুর বাস স্ট্যান্ড থেকে ৫০০ পিস ইয়াবা সহ মিলন হাওলাদার নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়। আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও