কলাপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে ছাই এক জেলের বসত ঘর

জানুয়ারি ১৭ ২০২৪, ১৮:৪৩

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে জেলে মো.মইনুল আকনের বসতঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আগুন দেখে প্রাণ রক্ষায় দ্রæত পরিবারের সবাই ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরসহ মজুদ রাখা ধান, চাল ও মালামাল। এমনকি নিজেদের পড়নের কাপড় ছাড়া পানি খাওয়ার একটি গ্লাস ও রক্ষা করতে পারেনি তারা।

মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জেলে মইনুল আকল জানান, সে ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে ঘরের বাইরে বের হয়ে যান। মুহূর্তের মধ্যেই চোখের সামনে আগুনে পুরো ঘরটি পুড়ে যায়।

তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। তবে কিভাবে আগুন লেগেছে তাও বলতে পারছেনা এই জেলে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, তারা আগুন লাগার বিষয়টি জানেন না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও