পটুয়াখালীতে শপথ গ্রহনের জন্য ফোন পেলেন এমপি মহিব

জানুয়ারি ১১ ২০২৪, ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত নম্বরে ফোনটি আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম। এদিকে মহিব প্রতিমন্ত্রী হচ্ছেন এমন খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন। রাত নয়টায় কলাপাড়া ও মহিপুরে ঢাক ঢোল পিটিয়ে এ মিছিল বের করা হয়। এছাড়া অনেক স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের।

অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তীতে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও