বিএনপির নেতারা জানান, গতকাল সন্ধ্যার আগেই তাঁরা অফিসে তালা লাগিয়ে চলে যান। সন্ধ্যার পরে অফিসের তালা ভেঙে ভেতরে একদল দুর্বৃত্ত প্রবেশ করে এই হামলা চালায়।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, ‘গতকাল বিকেলে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠান ছিল। এই সুযোগে রাতে অফিসের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে রেখে যায় দুর্বৃত্তরা। আমি এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’