পটুয়াখালী-২: প্রার্থিতা প্রত্যাহার করলেন হাসীব আলম তালুকদার

ডিসেম্বর ১৭ ২০২৩, ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচন করবেন না পটুয়াখালী-২ বাউফল আসনের স্বতন্ত্র পদ প্রার্থী হাসীব আলম তালুকদার। নৌকার সমর্থনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। স্থানীয় সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ কথা জানান।হাসীব আলম তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং এভিআর গ্রুপের কর্ণধার। তার বাবা মরহুম সামসুল আলম তালুকদার স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। তার বাবাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পদক প্রদান করেন। প্রধানমন্ত্রীর সাথে তাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এদিকে, পটুয়াখালী-২ আসনে হাসীব আলম তালুকদার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি নৌকা থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।হাসীব আলম তালুকদার নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর নৌকার মার্কার প্রধান প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী থাকলো না।

এ আসনে জাতীয় পার্টি থেকে মহাসিন হাওলাদার, বিএনএফ থেকে জোবায়ের হোসেন ও তৃণমূল বিএনপির প্রার্থী মাহাবুব আলম মনোনয়নপত্র দাখিল করলেও এলাকার মানুষের কাছে তাদের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই এ আসনে ৮ম বারের মত এমপি হতে যাচ্ছেন নৌকার মাঝি আসম ফিরোজ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও