বামনায় বাস চাপায় ৭ বছরের শিশু নিহত
ডিসেম্বর ১৬ ২০২৩, ১৭:৪৭
বামনা সংবাদদাতাঃ বরগুনার বামনা উপজেলার জয়নগর বাজারের বাস চাপায় সাত বছরের শিশু নিহত হয়।জানাযায় গতকাল শুক্রবার রাতে জয়নগর নিবাসী মোঃ এমাদুল হকের নাতি মোঃ ওবায়দুল হক (৭), নানার সাথে বামনা পাথরঘাটা মহা সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় পাথরঘাটাগামী ঘাতক বাস শিশুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে ওবায়দুল হক। বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান ঘাতক বাসটিকে এখনো চিহ্নিত করা যায়নি। আমরা দ্রুত হাইওয়ে সড়কের বিভিন্ন ফুটেজের মাধ্যমে ঘাতক বাসটিকে সনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছি।লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।









































