বাউফলে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
নভেম্বর ২২ ২০২৩, ১৮:৫১
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, ডা: মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহবুবা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার,সাবুপুরা মা ও শিশু কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা সালমা ইয়াসমিন,বগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক মিলন প্রমুখ। সভায় সংশ্লিষ্ট দপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যান সহকারী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন। আয়োজিত সভায় সেবা প্রদান, কর্মপরিকল্পনা, মূল্যায়ন প্রতিবেদন বিষয়ে আলোচনা হয়।









































