বন্ধুর প্রক্সি দিতে গিয়ে ধরা, শেষে কারাগারে

অক্টোবর ২৮ ২০২২, ১৯:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজবাড়ীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বন্ধুর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন শাকিল নামের এক যুবক।

আজ শুক্রবার দুপুরে পাংশা সরকারি কলেজের পরীক্ষার হল থেকে তাকে আটক করা হয়। শাকিল রাজবাড়ীর পাংশা উপজেলার বেজপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়া শাকিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল এ আদেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা খাতুন, পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও