বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন রহমাতুল্লাহ

ডিসেম্বর ০৭ ২০২৫, ২০:২৭

বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি চারটি দোকান ও একটি বসতবাড়ির ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করেন এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি দুর্ঘটনার বিবরণ শোনেন এবং তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে মুহূর্তেই মানুষ সর্বস্ব হারায়। এমন দুর্যোগে মানবিক দায়িত্ব থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে সঙ্গে ছিল এবং থাকবে।

রহমাতুল্লাহ আরও উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতঘর পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ তারিক সুলায়মান, সদর উপজেলা যুবদল নেতা নওশেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।

এর আগে গত শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও