‘বাকসু’ নাম নিয়ে মহাসড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিসেম্বর ০৭ ২০২৫, ১৯:২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পাওয়া ‘বাকসু’ নাম বাতিল ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ গোলচত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী সোহাগ হোসেন সাব্বির জানান, ‘বাকসু’ বিএম কলেজের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’। হুট করে কেউ এসে এই নাম দাবি করবে তা আমাদের জীবন থাকতে হবে না।’

শিক্ষার্থী সুমি হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। বাধ্য হয়ে দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে মহাসড়ক আটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হলে দূরপাল্লা থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে নথুল্লাবাদ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও