গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নভেম্বর ১৩ ২০২৩, ১৭:৩০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ- পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে জোয়ারের সময় মৃতদেহটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। স্থানীয় ও জেলেরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবি পরিহিত নগ্ন মৃতদেহটি পর্যটক না জেলে কিনা তা এখনো নিশ্চিত নয়। বয়স ৩৫-৪০ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।









































