গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নভেম্বর ১৩ ২০২৩, ১৭:৩০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ- পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে জোয়ারের সময় মৃতদেহটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। স্থানীয় ও জেলেরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবি পরিহিত নগ্ন মৃতদেহটি পর্যটক না জেলে কিনা তা এখনো নিশ্চিত নয়। বয়স ৩৫-৪০ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও