পটুয়াখালীতে ৮০ কেজি জাটকাসহ ৩ ব্যবসায়ী আটক
নভেম্বর ০৯ ২০২৩, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মহিপুরে ৮০ কেজি জাটকাসহ তিন মাছ ব্যবসায়ীকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাতে মহিপুর থানার আলীপুরের কলেজ রোড এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আটকরাসহ জাটকা ইলিশ কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন রবিউল ইসলাম (২৩), হিলন বিশ্বাস (৪২) ও মাসুম সিকদার (৩৬)।
তাদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। যারা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা শিকার করবে তাদের আইনের আওতায় আনা হবে।









































